করোনাভাইরাসঃ সর্বশেষ আপডেট

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ০৭:২৩:২৭

করোনাভাইরাসঃ সর্বশেষ আপডেট

করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাসের বিস্তার। ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আর বৃহস্পতিবার পর্যন্ত করোনার থাবায় মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার মানুষের।

ভারতে আরো ৮৮ করোনারোগী

ভারতে নতুন করে আরও ৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আগের দিন দেশটিতে ৪৩ জন রোগী চিহ্নিত হয়েছিল। সর্বশেষ তথ্য অনুসারে দেশটিতে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮।

৬৬২ নয় ৭১২ জনের মৃত্যু ইতালিতে

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে ৭১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে দেশটি ৬৬২ জনের মৃত্যুর কথা জাণালেও পরে তা সংশোধন করেছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২১ জনে।

যুক্তরাজ্যে ১১৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৭৮ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৮ জন।

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির রিসার্চ উইং এর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ১০৮ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৯৯৩ জন।

যুক্তরাষ্ট্রে ৮০ হাজার মানুষের মৃত্যু হতে পারে

আল জাজিরা ও দ্যা স্ট্রেইট টাইমস ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর এক গবেষণাপত্রের বরাত দিয়ে জানিয়েছে, করোনাভাইরাসে দেশটিতে আগামী ৪ মাসে ৮০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। যদি সরকার অনেক বেশি সিরিয়াস হয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়, তাহলে এটি কমে ৩৮ হাজারে নামতে পারে। আর ব্যবস্থাপনায় সমস্যা হলে মৃত্যুর সংখ্যা বেড়ে হতে পারে ১ লাখ ৬০ হাজার।

মালয়েশিয়ায় ২৩৫ আক্রান্ত

বৃহস্পতিবার মালয়েশিয়া নতুন করে ২৩৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায়। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। এর মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩১ জন।

প্রজন্মনিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ