স্বাস্থ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তা করোনায় আক্রান্ত


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেকের দফতরের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশের শীর্ষ কয়েকটি গণমাধ্যম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে নতুন পাঁচজন শনাক্ত হওয়ার ঘোষণা দেন। ওই পাঁচজনের একজন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইইডিসিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন।

তবে এবিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি শনাক্ত হওয়া ওই কর্মকর্তা ও তাঁর সংস্পর্শে আসা দুজন কর্মকর্তা। কথা বলেননি আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাও। তিনি বলেন, ‘আমরা (আইইডিসিআর) নীতিগতভাবে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করি না।’

প্রজন্মনিউজ/নুর