সিলেটে আইসোলেশনে ‘করোনায় মৃত’ নারীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ১০:৪৪:৪৫

সিলেটে আইসোলেশনে ‘করোনায় মৃত’ নারীর দাফন সম্পন্ন

ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নগরীর মানিকপীর (র.) মাজারের গোরস্থানে ওই নারীকে দাফন করা হয়। সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মৈত্র বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মরদেহ দাফনের জন্য সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ড্রেজার দিয়ে ওই গোরস্থানে কবর খোঁড়া হয়। বেলা ১টার দিকে মরদেহ একটি অ্যাম্বুলেন্স করে সেখানে নিয়ো যাওয়া হয়। সিলেট সিটি করেপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সিসিকের তত্ত্বাবধানেই ওই নারীর দাফন করা হয়েছে। আমরা সব নিয়ম মেনে মৃতদেহের দাফন শেষ করেছি।

এর আগে রবিবার (২২ মার্চ) ভোর ৪টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ওই নারীর মৃত্যু নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছেন মৃত্যুবরণকারী নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ