করোনায় মারা যেতে পারে কয়েক হাজার ইসরাইলি: নেতানিয়াহু


করোনা ভাইরাসে কয়েক হাজার ইসরাইলি মারা যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ মার্চ) করোনাভাইরাস মোকাবেলায় মন্ত্রিসভার সাত ঘন্টাব্যাপী বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর হারেৎজের।

নেতানিয়াহু বলেন, জরুরী পদক্ষেপ নেয়া না হলে এক মাসে ১০ লাখ ইসরাইলি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন ১০ হাজার মানুষ।

এন১২ চ্যানেলকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আইনপ্রণেতাদের ধারণা কিছু মন্ত্রী ও সাধারণ মানুষ এখনও করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের বিষয়টি আমলে নিচ্ছেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) ইসরাইলে ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৫৬ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। আর ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে একজন।

প্রজন্মনিউজ২৪/নুর