ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে সরকারি কর্মকর্তাদের


 

বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সরকারি কর্মকর্তাদের অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ছুটি ঘোষণা করা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। তবে, এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না।

প্রজন্মনিউজ২৪/নুর