ব্রিটেনে চরম আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা


ব্রিটেনে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। নতুন করে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত সাড়ে ৬শর বেশি। সব মিলিয়ে মারা গেছেন প্রায় তিনশ’ মানুষ।

গেল কয়েক বছরে ইতালি থেকে হাজার হাজার বাংলাদেশি সন্তানের ভবিষ্যৎ ও উন্নত জীবনের আশায় চলে আসেন ব্রিটেনে। প্রাণঘাতি কোভিড-নাইনটিন ব্রিটেনে যেমন কেড়ে নিচ্ছে প্রাণ তেমনি ইতালিতে আরও ভয়াবহ অবস্থা দেখে আঁতকে উঠছেন তারা।

ইতালিতে অব্যাহত এ মৃত্যুর মিছিল দেখে মনের মাঝে ভর করে অজানা আতঙ্ক। পাশাপাশি দেশে ফেলে আসা আত্মীয় স্বজনদের জন্য বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ব্রিটেনেও তারা প্রতিনিয়ত রয়েছেন অনিশ্চয়তার মাঝে।

ইতালিতে জন্ম নেয়া শিশুরাও টেলিভিশনে প্রতিনিয়ত খবর দেখে বুঝতে পারে যে ভালো নেই তার জন্মস্থানের মানুষগুলো।

এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে শত শত মানুষ রোজই আক্রান্ত হচ্ছেন। মারা গেছেন তিন শতাধিক মানুষ। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।


প্রজন্মনিউজ২৪/মারুফ