রংপুরে

পথশিশুদের হাত ধুয়ে দিলেন সিটি মেয়র

প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ০৬:২২:৫০

পথশিশুদের হাত ধুয়ে দিলেন সিটি মেয়র

রংপুর মহানগরীর অসহায় দুস্থ ও পশ শিশুদের মাঝে হাত ধোয়া, মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ করার মাধ্যমে করোনা ভাইরাস বিষয়ে সচেতনামুলক কার্যক্রম শুরু করেছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন আমরাই পাশে। রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী এই উদ্যোগের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বেলা সাড়ে ১১ টায় পথ শিশুদের মাঝে সঠিক নিয়মে হাত ধুয়ে দেয়া এবং মাস্কবিতরণ করে সিটি মেয়র বলেন, প্রাণঘাতি এই করোনা ভাইরাস মোকাবেলায় আতংকিত হওয়া যাবে না। সচেতন হতে হবে। সমাজের প্রত্যেকটি শ্রেণিপেশার মানুষ যেন সচেতন হয় সেভাবে সবাইকে কাজ করতে হবে। এসময় তিনি ব্যবসায়ীদের পণ্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান। এসময় সংগঠনটির পৃষ্ঠপোষক লোকমান হোসেন, সঙ্গীত শিল্পী অন্তর রহমানসহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। হাতধোয়া ও মাস্ক বিতরণের পাশাপাশি সংগঠনটির সচেতনামূলক লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রমও শুরু করেছে।সংগঠনটির প্রধান এডমিন সাংবাদিক আল আমিন সুমন জানান, আমাদের রংপুর মহানগর, জেলা ও উপজেলা ইউনিটের পাশাপাশি লালমনিরহাট ও কুড়িগ্রামেও এই কর্মসূচি চলবে। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষদের করোনা সচেতনাতাই আমাদের লক্ষ।
প্রজন্মনিউজ২৪/সাখাওয়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ