প্রবাসীদের ছবি তুলে কোয়ারেন্টাইনে ফটো সাংবাদিক


শনিবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা। কোয়ারেন্টাইনে পাঠানো ফটো সাংবাদিক চ্যানেল আই’য়ের গাজীপুর প্রতিনিধি'র ক্যামেরা পার্সন বলে তথ্য রয়েছে।

জানা যায়, বিকেল ৫টার দিকে ক্যামেরা হাতে কাপাসিয়া ইউনিয়নের পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন ওই সাংবাদিক।  তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ৭ ইতালী প্রবাসীর সংস্পর্শে যাওয়ায় ওই  সাংবাদিককেও একই কোয়ারেন্টিনে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্রে ৮ জন কোয়ারেন্টিনে রয়েছেন। আর কাপাসিয়া উপজেলায় ১৯টি পরিবার হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

গত ১৫ ও ১৬ মার্চ শরীরে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় পূবাইলের মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিন থেকে আটজনকে দুই দফায় উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। যাদের একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর গত ১৮ মার্চ মধ্যরাতে অন্য সাত প্রবাসীকে পাবুরের ওই স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল।

প্রজন্মনিউজ২৪/মারুফ