সর্দি-কাশিই করোনা নয়: চিকিৎসাবীদরা

প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ০২:০৭:২৬ || পরিবর্তিত: ২২ মার্চ, ২০২০ ০২:০৭:২৬

সর্দি-কাশিই করোনা নয়: চিকিৎসাবীদরা

প্রজন্মনিউজ ডেস্ক: ঋতু পরিবর্তনের ফলে এ সময় অনেকে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। আর এ সময় আমাদের তাড়া করছে করোনা ভয়। তবে সর্দি-কাশি হলেও করোনা হয়েছে, এমন মনে করা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, সর্দি-কাশি হলেই ভয় পাবেন না। সর্দি-কাশি হলেই আপনার করোনা হয়েছে এমন নয়। ঋতু পরিবর্তনের ফলে এ সময় অনেকেই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন। এখন করোনার ভয়ে অনেকে জ্বর, সর্দি-কাশি হলেই ছুটছেন চিকিৎসকের কাছে। আবার অনেকে নিজের ইচ্চামতো ওষুধ সেবন করছেন। আর এতেই বাড়ছে বিপদ।

তবে কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

জ্বর কি কাঁপুনি দিয়ে আসে?

যদি এমন হয় যে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তবে ম্যালেরিয়ার সম্ভাবনা খুঁজে দেখতে শুরু করবেন চিকিৎসকরা। আবার জ্বরটা ছেড়ে বা কমে গিয়ে দুদিন দিন পর এলেও তা ফিরলে ডেঙ্গুর লক্ষণ রয়েছে কিনা তা দেখেন চিকিৎসকরা।

আর জ্বরের সঙ্গে কি শুকনো কাশি হচ্ছে, নাকি কাশির সঙ্গে ঘন কফও আসছে। শুকনো কাশি হলে করোনা সংক্রমণের সম্ভাবনার কথা ভাববেন ডাক্তাররা। তবে নিশ্চিত হতে পরীক্ষা প্রয়োজন।

চিকিৎসক অরিন্দম বলছেন, কফ সাদা হলে চিকিৎসক বুঝবেন রোগী ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন। তখন সেই সংক্রমণ থেকে বের করে আনতে তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হবে।

তাই জ্বর, সর্দি, কাশি হলেই অযথা আতঙ্কিত হবেন না। করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার জন্য ছোটাছুটি করে লাভ নেই। চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এ সম্পর্কিত খবর

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

ক্রিকেটার আরিফা জাহান বিথীর ব্যতিক্রমী এক উদ্যোগ

তীব্র গরমে মানুষের পাশে সুপেয় পানি নিয়ে টিম খোরশেদ

সর্বস্তরের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

দীর্ঘদিন বন্ধ ভিক্টোরিয়ার একমাত্র ক্যান্টিন।। পুনরায় চালুর দাবি শিক্ষার্থীদের

দীর্ঘদিন বন্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একমাত্র ক্যান্টিন

চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে, বন্ধ সম্ভব নয়: ওবায়দুল কাদের

প্রক্টর অফিসে তালা ঝুলানোর হুশিয়ারি জবি শিক্ষার্থীদের

সমাজ কল্যাণ ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ