১৩ কেন্দ্র ঘুরেও ভোটারের দেখা পাননি বিএনপি প্রার্থী


ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কিন্তু প্রথম দুই ঘণ্টায় ১৩টি কেন্দ্রে ঘুরেও কোনো ভোটারের দেখা পাননি বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রবিউল আলম বলেন, প্রথম দুই-আড়াই ঘণ্টায় আমি ১৩টি কেন্দ্র ঘুরেছি, ভোটারের উপস্থিতি নাই। যুবলীগ, ছাত্রলীগ কেন্দ্র দখল করে আছে।

এদিকে, শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নারী কেন্দ্রের ৬ নং কক্ষে ২ ঘণ্টা ১৭ মিনিটে ভোট পড়েছে মাত্র ১টি।

অন্যদিকে, রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোটার শূন্য দেখা গেছে। কেন্দ্রটিতে শুধু সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রজন্মনিউজ/ওজি