সিলেটে করোনা ভাইরাসের সন্দেহভাজন তিনজনই শঙ্কামুক্ত


সিলেট প্রতিনিধি : করোনা নিয়ে সিলেটবাসীর সঙ্কিত হওয়ার কোন কারন নেই। সিলেটে এখন পর্যন্ত করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিন জনই শঙ্কামুক্ত।

করোনাভাইরাসের কোন লক্ষণই তাদের মাধ্যে পরিলক্ষিত হয়নি। আরো ২ দিন তাদের পর্যবেক্ষণ করে বাসায় পাঠানো হবে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিনজনের অবস্থাই এখন স্থিতীশীল। তাদেরকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। আজ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে করোনা আক্রান্তের কোন লক্ষণ না থাকায় তাদের আর রক্ত পরীক্ষার প্রয়োজন হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে সিলেটে দুবাই ফেরত এক পুরুষ ও সৌদিফেরত এক মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।

প্রজন্মনিউজ২৪/মারুফ