জার্মানিতে ‘বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার


বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস ও জার্মানির ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকনোমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের (বিডব্লিউএ) যৌথ উদ্যোগে দূতাবাসের সেমিনার হলে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিডব্লিউ-এর ব্যবসায়ী প্রতিনিধিদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিউ এশিয়ান টাইগারে পরিণত হয়েছে।

উদ্বোধনী পর্বে ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকনোমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড বোর্ডের চেয়ারম্যান মিশাইল শুমান বাংলাদেশের বর্তমান উন্নয়নের প্রশংসা করে বলেন, আপনাদের সরকার শক্ত অর্থনৈতিক জোন তৈরি করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এমপি মারকুস হেলড দুদেশের মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম ‘বাংলাদেশের উন্নয়ন সাফল্য, বিনিয়োগ পরিবেশ এবং সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন।

শেষ পর্বে উন্মুক্ত আলোচনায় রাষ্ট্রদূত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মাঝেও উল্লেখ্যসংখ্যক জার্মান ব্যবসায়ী প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন।