হাবিপ্রবিতে 'অনাচার ও নীপিড়ন বিরোধী মঞ্চের' যাত্রা শুরু

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:০৩:০৯

হাবিপ্রবিতে 'অনাচার ও নীপিড়ন বিরোধী মঞ্চের' যাত্রা শুরু

দিনাজপুর  প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনাচার ও নীপিড়ন বিরোধী মঞ্চের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সহযোগী অধ্যাপক আব্দুর রশিদকে আহ্বায়ক করে ৪৬ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটিতে হাসান জামিলকে সদস্য সচিব মনোনীত করা হয়।
আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, 'বিগত প্রায় তিন বছর যাবৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি এবং শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের বেআইনি ভাবে বিভিন্ন প্রকার শাস্তি, কারণ দর্শানোর নোটিশ প্রদান করা, বেতন বন্ধ রাখা, বদলী করা ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব ফিরিয়ে আনার লক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল নিপীড়িত, নির্যাতিত মানুষের উপর অত্যাচার বন্ধের লক্ষ্যে 'অনাচার ও নীপিড়ন বিরোধী মঞ্চ' আত্নপ্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ন্যায়সঙ্গত স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।'
 
প্রজন্মনিউজ২৪/তাফহিমু /একরামুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ