শিল্পকলায় শেক্সপিয়রের ‘হ্যামলেট’

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১:২৮ || পরিবর্তিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১:২৮

শিল্পকলায় শেক্সপিয়রের ‘হ্যামলেট’

শেক্সপিয়র রচিত অন্যতম সেরা ট্র্যাজেডি নাটক ‘হ্যামলেট’। ভালোবাসা দিবসে মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আলোচিত এ নাট্য প্রযোজনা। ১৪ ফেব্রুয়ারি ভলোবাসা দিবসকে কেন্দ্রকরে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে এই নাটক।
উইলিয়াম শেক্সপিয়র রচিত সৈয়দ শামসুল হক অনূদিত এ প্রযোজনার নির্দেশনায় রয়েছেন মঞ্চ সারথী আতাউর রহমান। প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন লিয়াকত আলী লাকী।
উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগান্তক নাটক হ্যামলেট রচিত হয় ১৫৯৯ ও ১৬০২ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এটি শেক্সপিয়রের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক হিসেবে সর্বজন স্বীকৃত। ডেনমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নাটকটির কাহিনি।

প্রজন্মনিউজ২৪/একরামুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ