ফুল দিয়ে ক্যাপ্টেন' আকবরকে বরণ করল রংপুরবাসী


বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশের অনুর্ধ্ধ-১৯ দলের  অধিনায়ক আকবরকে তার রংপুর নিজ এলাকায় তাকে ফুল ছিটিয়ে বরন করেন তার এলাকাবাসী ।

বৃহস্পতিবার দুপুরে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ রাস্তার দু'ধারে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন।
এর আগে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

পরে শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির একটি শোভাযাত্রা প্রায় ৪০ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন তাদের প্রিয় আকবরকে।

তার আগমন ঘিরে সকাল থেকে উৎসবের আমেজ শুরু হয় পাবলিক লাইব্রেরি মাঠসহ তার বাড়ি জুম্মাপাড়ায়। চিরচেনা আকবরকে নতুন রূপে দেখতে ভিড় জমান ছোট বড় সবাই। টাউন হল চত্বরের মূল ফটকের সামনে মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে, ভক্তদের ছিটানো ফুলের পাপড়িসিক্ত ভালোবাসা নিয়ে মঞ্চে উঠেন ক্রিকেট-সাম্রাজ্যের নয়া অধিপতি আকবর।

রবিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় বাংলাদেশ দল। যা বৈশ্বিক কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম শিরোপা।

প্রজন্মনিউজ২৪/মারুফ