কঁচা নদীর মোহনায় পর্যটন কেন্দ্রের সম্ভাবনা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:২২:৫২

কঁচা নদীর মোহনায় পর্যটন কেন্দ্রের সম্ভাবনা

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা নদীর মোহনায় গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি।

উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচার মোহনায় ৫ একর জমিতে এই পর্যাটন কেন্দ্র বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এখানে এক দিকে রয়েছে সুপ্রাচীন পাড়েরহাট বন্দর। এছাড়াও এখানে রয়েছে রাসায়নিক মুক্ত শুটকি পল্লী। নদী তীরে আচড়ে পড়া ঢেউ দিবে আপনাকে ভিন্ন মাত্রার আনন্দ। এখান থেকে সামুদ্রিক মাছ ও শুটকি ক্রয়ের রয়েছে বিশেষ সুবিধা। এছাড়া ভোজন রসিকদের জন্য থাকছে কঁচা নদীর তাজা ইলিশের স্বাদ গ্রহণের সুযোগ।এই নদী থেকেই নিয়মিত যাতায়াত করে বিভিন্ন ধরনের ষ্টীমার। এছাড়াও সমূদ্রগামী মাছ ধরার বড় বড় ট্রলার এখান থেকেই আসা যাওয়া করে। এমনকি আন্তর্জাতিক নৌ রুটের বিদেশী জাহাজও চলাচল করে এই নদী থেকে।তাই এমন স্থানটিকে পর্যটকদের জন্য আরো সুন্দর করে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইন্দুরকানী উপজেলা প্রশাসন।

যার সব কিছুই তত্বাবধায়নে রয়েছেন ইন্দুরকানীর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। তিনি জানান, ম্যানগ্রোভ ফরেস্টের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুন্দরবন সংলগ্ন এই এলাকাটিকে আরো পর্যটন মুখী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানকার প্রবেশ দ্বারের শুরুতেই রয়েছে দর্শনার্থীদের জন্য একটি টিকেট কাউন্টার। এর পরে থাকছে একটি কফি শপ, রেস্টুরেন্ট ও ওয়াচ টাওয়ার।ইতোমধ্যে এসব স্থাপনার নির্মাণ কাজ চলমান রয়েছে। ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ রোপনের কাজ শুরু করা হয়েছে।প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে অবশ্যই সম্ভাবনাময় এই এলাকাটিকে পর্যটনমুখী করে তোলা সম্ভব।

প্রজন্মনিউজ২৪/হাসিব/মারুফ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ