চীনে করোনায় একদিনে ২৪২ জনের মৃত্যু


 করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশে একদিনে ২৪২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার এসব মানুষের মৃত্যু হয় বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স জানায়, এই ভাইরাসে গত সোমবার হুবেইতে মৃত্যু হয় ১০৩ জনের; আর সেই রেকর্ড ভেঙে বুধবার একদিনেই মৃত্যু হয় ২৪২ জনে। প্রদেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ১৩১০ জন। দুই সপ্তাহের মধ্যে করোনায় সবচেয়ে কম মানুষের মৃত্যুর সংবাদ এবং বেইজিংয়ের এক স্বাস্থ্য উপদেষ্টার এপ্রিলের মধ্যে করোনার বিপদ কেটে যাওয়ার ভবিষ্যদ্বাণীর মধ্যেইে একদিনে ২৪২ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫০ এবং এখন পর্যন্ত দেশটিতে সবমিলিয়ে ৬০ হাজারের মতো মানুষের শরীরের এর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে। গত ডিসেম্বরে হুবেইয়ের উহান থেকে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের জিবাণু।

প্রজন্মনিউজ২৪/হক