একুশে ফেব্রুয়ারিতে থাকবে কঠোর নিরাপত্তা


মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

এর আগে দুপুর আড়াইটায় একুশে ফেব্রুয়ারি উদযাপন নির্বিঘ্ন করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, মহা পুলিশ পরিদর্শক, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখা হবে। সারা দেশের গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাসমুহ সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

হুমকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো হুমকি নেই, তবে আমাদের সতর্কতা আছে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল