আজ সিলেটে আন্তর্জাতিক কিরাআত সম্মেলন


সিলেট প্রতিনিধি: আর কিছুক্ষন পর দুপুর দুই ঘটিকার সময় ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর্ন্তজাতিক কিরআত সম্মেলন ২০২০। তারীকুল কুরআন পরিষদ সিলেটের উদ্দ্যোগে আজ রবিবার (৯ ফেব্রুয়ারী ২০২০) দুপুর ২টা থেকে এ সম্মেলন শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।

২০'তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে জামেয়া ক্বাসিমুল উলুম শাহজালাল (রহঃ) দরগাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান ও তারীকুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হবে।

সম্মেলনে কেরাত পরিবেশন করবেন, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) এর সভপতি  বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারি, মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের কারীম মানসূরী এবং মালয়েশিয়ার ওয়ান আইনুদ্দীন হিলমি বিন আবদুল্লাহ। এছাড়া দেশের অনেক প্রখ্যাত ক্বারীও উপস্থিত থেকে কেরাত পরিবেশন করবেন।

বিশ্বের সেরা ক্বারীদের তেলাওয়াতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারীকুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি আলহাজ্ব দেওয়ান মসুদ রাজা চৌধুরী।

প্রজন্মনিউজ২৪/লস্কর/রেজাউল