টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই পচেফস্ট্রুমে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ-ভারত উত্তেজনাকর ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। পরে ব্যাট করে ম্যাচ বের করতে দারুণ পারঙ্গম টাইগাররা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ফাইনালের বাংলাদেশ স্কোয়াডে একটি পরিবর্তন এসেছে। হাসান মুরাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিষেক দাস।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পরদিন আবার মাঠে গড়াবে খেলা। কারণ আগামীকাল রয়েছে রিজার্ভ ডে। যদি রিজার্ভ ডে’তে বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দু’দলকে। তাতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ঘরে উঠবে বাংলাদেশের। বিপরীতে ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হবে ভারত। তবে ফাইনাল পুরো পরিত্যক্ত না হলে ডি/এল মেথডে ২০ ওভারের ম্যাচ হবে।