নিরাপদে ইসলামাবাদে পৌঁছেছেন টাইগাররা


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম পাকিস্তানে টেস্ট খেলবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ বুধবার সকালে পৌঁছেছে ইসলামাবাদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন মুমিনুলরা। পিসিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ টেস্ট দলকে।

টুইটে লেখা হয়েছে, ‘ইসলামাবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’ টুইটে ইসলামাবাদ বিমানবন্দরে বাংলাদেশ দলের কিছু ছবিও দেওয়া হয়েছে।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল।

পাকিস্তানে বাংলাদেশের তিন ধাপের সফরের দ্বিতীয় ধাপ এটি। গত মাসের শেষ সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে দল। এবার হতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের দুই ম্যাচের সিরিজের প্রথমটি।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।

প্রজন্মনিউজ২৪/রেজাউল