টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত


কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ প্রকাশ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলি এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে।

সেই তথ্য অনুযায়ী র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে র‌্যাব সদস্য আব্দুল মান্নান ও শহীদুল ইসলাম আহত হন।

এরপর আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ডাকাত আব্দুল করিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন। 

প্রজন্মনিউজ২৪/ মামুন