হোয়াইট হাউসে হামলার হুমকি ইরানের

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২০ ০২:৫৩:১৩

হোয়াইট হাউসে হামলার হুমকি ইরানের

শোকে-ক্ষোভে ফুঁসে উঠেছে ইসলামী প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্র বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়েছে ইরান।

পুরো মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি এবং সৈন্য উচ্ছেদের হুঙ্কার দিয়েছেন সোলেমানির স্থলাভিষিক্ত কুদস বাহিনীর নতুন প্রধান ইসমাইল কানি। এরই মধ্যে মার্কিন সেনা উৎখাতের বিষয়ে রোববার রাতে একটি প্রস্তাব পাস করেছে ইরাকের পার্লামেন্ট। জবাবে বাগদাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে তেলআবিবসহ যুক্তরাষ্ট্রের ৩৫টি লক্ষ্যে তেহরানের হামলা পরিকল্পনার জবাবে তাদের ৫২টি স্থাপনায় হামলার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। দু’দেশের এ পাল্টাপাল্টি হুমকি-ধমকির মধ্যে পরমাণু চুক্তি প্রত্যাহার করেছে ইরান। সোমবার সকাল সাড়ে ৯টায় তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে সোলেমানিসহ তার সহযোদ্ধাদের জানাজা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজায় ইমামতি করেন। একপর্যায়ে তাকে অঝোরে কাঁদতে দেখা গেছে। তেহরান এদিন জনসমুদ্রে পরিণত হয়। তার জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ নিহত কমান্ডারের ছবি নিয়ে জানাজায় যোগ দিতে এসেছিলেন।

ইরানের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার লাশ শোকাহত জনগণের কাঁধে চড়ে প্রায় ৬ মাইল দূর থেকে জানাজাস্থলে আসে। ক্ষুব্ধ এ জনগণ সোলেমানির হত্যাকারী ট্রাম্পের মাথার মূল্য ৮ কোটি ডলার ঘোষণা করেছে।

‘আমেরিকা নিপাত যাক, সৌদি আরব- ইসরাইলের পতন হোক’- স্লোগানে কেঁপে ওঠে তেহরান। জানাজার ঠিক আগ মুহূর্তে জাতির উদ্দেশে জ্বালাময়ী ভাষণ দেন সোলেমানির মেয়ে জয়নব সোলেমানি। মার্কিন প্রেসিডেন্টকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘উন্মাদ ট্রাম্প, বাবার মৃত্যুতে কোনো কিছুই শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য কালোদিন অপেক্ষা করছে।’ খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও তেহরান টাইমসের।

প্রজন্মনিউজ২৪/সজীব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ