শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কেঃ শিল্পমন্ত্রী


শিল্প মন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। আওয়ামীলীগ সরকারের আমলেই বাংলাদেশে বেশি উন্নয়ন হয়। স্বাধীনতার পর থেকে যতবার এদেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশে ব্যপক উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা নরসিংদী-৪(মনোহরদী, বেলাব) তে ও উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আজ মঙ্গলবার মনোহরদী উপজেলায় তিনটি উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির সেকান্দার, মনোহরদী উপজেলা অ’লীগের সভাপতি এড. ফজলুল হক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের, বড়চাপা ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, চরমান্দালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির প্রমূখ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মনোহরদী উপজেলার বড়চাপা-বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে দশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা ব্যয়ে বলদা গোদারাঘাট সংযোগ সেতু, কৃষ্ণপুরে পাঁচ কোটি টাকা ব্যয়ে ফুলদী বাড়ি ঈদগাহ হতে বেরিবাঁধ সড়কে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং  কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত চরমান্দালীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল