প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাবে জাবির ৬ শিক্ষার্থী


প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এই তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬  অনুষদ থেকে অনুষদভিত্তিক ভালো ফলাফলের কারণে ৬  শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন— গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাদিয়া আফরিন রিতু, সমাজবিজ্ঞান অনুষদ থেকে ভূগোল ও পরিবেশ বিভাগের জান্নাতুন হুসনা তুয়া, জীববিজ্ঞান অনুষদ থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসুমা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মেহের জেবিন আলম এবং আইন অনুষদের আইন ও বিচার বিভাগের তামান্না আজিজ তুলি,কলা ও মানবিক অনুষদ থেকে চারুকলা বিভাগের রাফাত আহমেদ বাঁধন।

প্রজন্মনিউজ২৪/ সজীব