চীনে সড়ক ভেঙে গর্তে বাস, নিহত ৬


চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনে প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস এসে থামার পর সড়কের একটি অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে, জানিয়েছে সিজিটিএন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিংহাই প্রদেশের রাজধানী জিননিং হাসপাতালের বাইরে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি সড়ক ভেঙ্গে পড়ার পর বিস্ফোরণ ঘটে। সড়কটি ভাঙ্গার পর প্রায় ১০ মিটার ব্যসের একটি গর্ত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিল সেটি এখনো জানা যায়নি।

এদিকে বাসটি উদ্ধার করতে গিয়েও অনেকে আহত হয় ‍ছেন বলে খবর পাওয়া গেছে । সম্প্রতি বছরগুলোতে চীনে সড়ক ভেঙ্গে দুর্ঘটনার পরিমান উল্লেখযোগ্যহারে বেড়েছে। ২০১৮ সালেও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক ভেঙ্গে ৪ জন নিহত হয়েছিলেন।

প্রজন্মনিউজ২৪/ মামুন