চলতি মাসেই ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২০ ০৬:১১:২৩ || পরিবর্তিত: ০১ জানুয়ারী, ২০২০ ০৬:১১:২৩

চলতি মাসেই ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার : তথ্যমন্ত্রী

চলতি মাস থেকেই ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে তিনি জানান।

হাছান মাহমুদ বলেন, ‌‘খুব সহসা, এ মাসের মধ্যেই বেতারও ভারতে সম্প্রচার হবে। পুরো ভারতবর্ষে প্রচার হবে। আশা করি, এ মাসের মধ্যেই ভারতে বাংলাদেশ বেতার শোনা যাবে।’

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর ভারতে বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়, যা ছিল বাংলাদেশের দীর্ঘদিনের দাবি। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা বহু বছর আগে থেকে চালানো হচ্ছিল, গত বছর এটি করা হয়েছে।’

দেশে কেবল টিভির ব্যবসায় শৃঙ্খলা আনার চেষ্টায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘প্রদর্শনের ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলগুলোর ক্রম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে অনুযায়ী এখন প্রদর্শন করা হচ্ছে।

প্রচুর বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার হচ্ছিল, সেটি বন্ধ করা হয়েছে। বিদেশি সিরিয়াল প্রচার করা হচ্ছিল, এখন একটি কমিটির অনুমোদন নিয়ে তা প্রদর্শন করতে হবে।’

এ সময় বুধবার থেকেই অবৈধ ডিশ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডিসিদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

তথ্য মন্ত্রণালয়ে এখন মোট ১৮টি আইন, বিধি, নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন পাস হলে সব সাংবাদিককে আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

অনেকগুলো অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাইনি। যেগুলো পেয়েছি, সেগুলোকে সহসাই নিবন্ধন দেওয়া হবে।

এ সময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের কাজ ‘অনেক দূর’ এগিয়েছে বলেও তথ্য দেন তথ্যমন্ত্রী। সম্মেলনে তথ্য সচিব কামরুন নাহার উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ