এনআরসি নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০১৯ ০৪:০৭:১৭

এনআরসি নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

 

গোটা ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলমান প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলিব্রিটিদের একাংশও সরব হয়েছে। এবার সেই আন্দোলনে সংহতি প্রকাশ করলেন ‘দাবাং গার্ল’ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দাবাং থ্রি'র প্রমোশনে সিনেমার ব্যবসা নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীকে৷ যার উত্তরে অভিনেত্রী বলেন, ‘দাবাং থ্রি'র ব্যবসার চেয়েও বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা৷ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, গোটা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা সবচেয়ে জরুরি বলেই মন্তব্য করেন সোনাক্ষী৷

এর আগে, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাস্তায় নামেন ফারহান আখতার, সুশান্ত সিং রাজপুত, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, হুমা কুরেশি, নন্দিতা দাস এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা। মুম্বইয়ের রাস্তায় অস্থায়ী মঞ্চ বেঁধে প্রতিবাদে সরব হন এই বলিউড সেলিব্রিটিরা।

এ ছাড়াও বিতর্কিত এই আইনে প্রতিবাদ করেছেন পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দারি ও রাজকুমার রাও। জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় 'বেটি বাঁচাও বেটি পড়াও'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিণীতিকে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ আবার এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রীও৷

প্রজন্মনিউজ২৪/জাহিদ

এ সম্পর্কিত খবর

অনুমতি ব্যতীত টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

ঢাবির চারুকলা ইউনিটে পাশের হার ১১.৭৫ শতাংশ

ঢাবির খ ইউনিটে পাশের হার ১০%

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

ড.ইউনুসকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য মানহানিকর : আইনজীবী

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ