বাংলাদেশের কেউই দল পায়নি পিএসএলে

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৪:৩১:৪৯

বাংলাদেশের কেউই দল পায়নি পিএসএলে

তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাসসহ ২৩ জন বাংলাদেশি খেলোয়াড়ের নাম ছিল এবারের পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ড্রাফটে। তবে শেষ পর্যন্ত দল পাননি তাদের একজনও।  গতকাল অনুষ্ঠিত হয় পিএসএলের এবারের প্লেয়ার্স ড্রাফট। আসরের ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি বাংলাদেশি কোনো তারকার প্রতি।

এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে তিন ক্যাটাগরিতে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম তোলা হয়। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল মোট দশজন ক্রিকেটারকে- লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, আবুল হাসান, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, আল-আমিন হোসেন, অলক কাপালি। সিলভার ক্যাটাগরিতে ছিলেন বাকি ৯ ক্রিকেটার- ইমরুল কায়েস, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক, মোহাম্মদ সাইফ হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ নাইম শেখ, জুনায়েদ সিদ্দিকী ও মুক্তার আলী। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পাকিস্তান সুপার লীগের নতুন মৌসুম।

প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ