গাইবান্ধায় গোবিন্দগন্জ উপজেলায় ২০০ বছরের অক্ষত লাশ উদ্ধার


মো:হোসাইন আজাদ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নং দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টার দিকে পুরাতন কবরস্থানে মাটি কাটার সময় একটি অক্ষত অবস্থায় লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অনেক বছর আগের এ পুরাতন কবরস্থানে কোন এক ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির লাশ ও কাফনের কাপড় আজো অক্ষত অবস্থায় আছে। তবে অনেক পুরাতন হওয়ায় ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

উক্ত এলাকার মতিয়ার নামে এক ব্যাক্তির কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন প্রায় ২শ বছর আগের কবর। তাই  নিশ্চিত ভাবে কেউ বলতে পারেনা যে এটি কার কবর। তিনি আরো জানান যে সকালে কবরে মাটি দেওয়ার সময় একটি অক্ষত লাশ পাওয়া যায় এমন ঘটনা মহুর্তে এলাকায় ছরে পরলে আমি এসে দেখলাম কাফনের কাপর এখনো অনেক শক্ত অবস্থায় আছে।

এ খবর জানাজানি হলে ওই কবরস্থানে নারী পুরুষ সহ বিভিন্ন এলাকার লোকজন ভীড় করছে। এবং শুকরিয়া আদায় করছেন। ইমানদার লোকদের জন্য আল্লাহ তায়ালা জান্নাতের ব্যাবস্থা করেছেন এবং তার দেহ মাটিতে মিশে যাবেনা।