মেসির জাদুতে শীর্ষে ফিরল বার্সা


চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে ওঠার পর বার্সেলোনার সামনে বড় পরীক্ষা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ। লিওনেল মেসির একমাত্র গোলে সেই চ্যালেঞ্জ উতরে লিগ টেবিলের শীর্ষে ফিরলেন কাতালানরা।

ছোট ম্যাজিসিয়ানের দুর্দান্ত গোলে প্রতিপক্ষকে তাদেরই মাঠে ১-০তে হারিয়ে টেবিলের সেরা স্থান উদ্ধার করেছেন তারা।

রাউন্ড ১৪ শেষে বার্সার পয়েন্ট ৩১। রিয়ালেরও পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে ব্লাউগ্রানারা। ফলে লস ব্লাঙ্কোদের টপকে চূড়ায় উঠলেন তারা। এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে অ্যাটলেটিকো।

রোববার রাতে নিজ দুর্গ ওয়াডা মেট্রোপলিটানোতে দারুণ শুরু করে অ্যাটলেটিকো। ছন্দময় ফুটবল উপহার দেন তারা। মুহুর্মুহু আক্রমণে বার্সার রক্ষণসেনাদের ব্যতিব্যস্ত রাখেন স্বাগতিকরা।

তবে অতিথিদের গোলমুখ খুলতে পারেননি তারা। প্রথমার্ধে অ্যাটলেটিকোর জাল খুঁজে পাননি মেসিরাও। ফলে এ অর্ধ গোলশূন্য ড্র থাকে।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের তেজ বাড়ায় বার্সা। ছেড়ে কথা বলেননি দি ইন্ডিয়ানরা। ফলে খেলা জমে ওঠে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে চলে ম্যাচ। তুমুল উত্তেজনার মধ্যে এগিয়ে যায় বার্সা।

৮৬ মিনিটে লুইস সুয়ারেজ ও মেসি জোটে সাফল্য পান তারা। বন্ধুর বাড়ানো পাস ধরে নিশানাভেদ করেন আর্জেন্টাইন জাদুকর। তাতেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

প্রজন্মনিউজ২৪/রেজাউল