খুলনায় চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে রোগীর পঙ্গু হওয়ার আশঙ্কা


খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রোপচারে রোগীর পায়ের টিউমারের বদলে হাড় কেটে ফেলার অভিযোগ উঠেছে।  সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে এমন আশঙ্কায়  স্বজনরা। এই ঘটনার পর থেকে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার শৈলেন্দ্র নাথ মিস্ত্রি । এই ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।সাতক্ষীরার কালীগঞ্জ থানার চম্পাফুল গ্রামের দরিদ্র কৃষক শামসুর রহমান। তিনি দীর্ঘদিন ধরেই বাম পায়ের হাটুতে টিউমারজনিত যন্ত্রণায় ভুগছিলেন চলতি মাসের প্রথম দিকে তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসার সময় তাকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকার বিনিময়ে টিউমার অপারেশনের কথা বলেন। পরে ২০০০০/- টাকায় গত ১৩ নভেম্বর অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচারের পর ওই জায়গায় প্রচন্ড ব্যথা হলে ২০ নভেম্বর হাসপাতালে ব্যান্ডেজ খুলে দেখা যায় টিউমারের বদলে হাঁটুর অন্য পাশের হাড় কেটে বাদ দেওয়া হয়েছে। ফলে রোগীর পঙ্গু হওয়ার আশঙ্কায় রয়েছেন তার স্বজনরা।

রোগীর স্বজনরা বলেন "যেই পাশে টিউমার রয়েছে সেই দিকে কাটেনি।যে দিক ভালো রয়েছে সেই দিকে কেটেছে । এরকম ভুল চিকিৎসার সঠিক বিচার চাই আমরা"। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন "স্যার দেশের বাইরে রয়েছেন। তিনি ১০-১২ দিন পরে ফিরবেন এবং তখন রিপোর্ট গুলো দেখে তিনি বলবেন যে সমস্যা আসলেই হয়েছে কিনা "। এর আগেও রোগীদের জিম্মি করে আইসিও ব্যবসার অভিযোগে  হাসপাতালটিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

 

প্রজন্মনিউজ২৪/মুশফিক/আঃমান্নান