পরিক্ষার হলে চলছে নকলের ছরাছরি


গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি:: গাইবান্ধার জেলার সদর উপজেলা বোয়ালী ইউনিয়নের পিয়াপুর উচ্চ বিদ্যালয়ে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরিক্ষায় চলছে নকল। যার ফলে পরিক্ষর্থীরা পড়ালেখায় অমোনজগি। এর ফলে মেধাশুন্য ও গোমরা হচ্ছে শিক্ষার্থীরা ফলে তারা জড়িত হচ্ছে বিভিন্ন রকম অপরাধ মুলক কাজে।

পরিক্ষার হলে নকলের কারনে বইপড়া ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা।যার ফলে শিক্ষার্থীরা পাচ্ছেনা কোন ভালো কলেজ, বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুজগ। এবং পাচ্ছে না ভালো কোন চাকরির সুজগ ফলে বেড়েই চলেছে বেকার সমস্যা। ফলেই এদের দ্বারা ধ্বংশ হচ্ছে সমাজ।

মেধাবী শিক্ষার্থীদের অভিযোগ তারা বলছে নকল দেওয়ার ফলে আমাদের বইপড়ার প্রতি কমে যাচ্ছে আগ্রহ। যার ফলে আমরা মেধাশুন্য হচ্ছি। এবং এই নকলের ফলে শিক্ষা ব্যবস্থা পিছে ঠেলে দেয়া হচ্ছে। যার ফলে ক্রমেই বেড়ে যাচ্ছে অপরাধ মুলক কাজ।

শিক্ষার্থীরা নকলের বিষয়টি বিভিন্ন হলের পরিক্ষকদের কাছে জানালে তারা বলছে আমাদের কিছুই করার নাই তারা আরও বলে এটি তোমাদের জন্য শুবিধাজনক।

বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানালে তারা বলছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং এর কার্যকরি ব্যাবস্থা নেয়া হবে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/নাজমুল