রাস্তার বেহাল দষা


গাইবান্ধা  জেলা প্রতিনিধি:: গাইবান্ধা জেলার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাঠানডাঙ্গা গ্রামে রাস্তার করুন অবস্থা। ফলে বিপর্যয়ে পড়ছে পথচারিরা। এ বিষয়ে সংশ্লিষ্টদের নেই কোন কার্যক্রম।

সুখান দিঘি, শিমুলতাড়ী, পাঠানডাঙ্গা, মিয়ার বাজার, ও ত্রিমোহিনীর সাথে অন্যতম যোগাযোগের মাধ্যম এ রাস্তাটি।

রাস্তাটি গত জুলাই মাসের ১৬ তারিখে ভয়াবহ বন্যায় ত্রিসিমা ও পাঠানডাঙ্গা অঞ্চলের ১৫০ গজ রাস্তা ভেঙ্গে যায় ফলে রাস্তার মাঝে গর্ত হয়েযায় যাতে জমাহয়ে আছে হাবুডুবু পানি ফলে বিপর্যয়ে পরে পথচারীরা।

এলকাবাসি বলছে রাস্তাটি ভাঙ্গার পরে খোজ নেয়নি দায়িত্তরত কোন কর্মকর্তা এবং সহায়তার জন্য এগিয়ে আসে নাই কোন ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান এবং কোন সংস্থা। ফলে এলাকাবাসি ক্ষুব্দ হয়ে নিজেদের অর্থায়নে তৈরি করেছে বাসের সাকো। যা দিয়ে রাস্তা পারাপার হতে হয় পথচারিদের। 

এলকাবাসির দাবি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়। রাস্তাটি সংস্কার হলে সস্থি ফিরে পাবে গ্রামের মানুষ।

প্রজন্মনিউজ২৪/রেজাউল/নাজমুল