সাতক্ষীরায় ভেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থা হুমকির মুখে ১৮ হাজার মানুষ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০১৯ ১১:০১:৩১

সাতক্ষীরায় ভেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থা হুমকির মুখে ১৮ হাজার মানুষ

জিল্লুর রহমান সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়নের ঝাঁপালি সংলগ্ন প্রায় চার কিলোমিটার ভেড়িবাঁধের জরাজির্ণ অবস্থায় হুমকির মুখে এ এলাকার মানুষ।

২০০৯ সালে আইলায় প্লাবিত হওয়ার পর থেকে ঝুঁকিপূর্ণতা কাটেনি এ এলাকার মানুষের। কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. আব্দুর রউফ সাহেবের উদ্যোগে চলতি বছরে ভেড়ি ভাঙ্গনের বহু সংস্কার মূলক কাজ হয়েছে, কিন্তু বাঁধ ভাঙ্গার আশঙ্কা এখনও রয়েছে।

প্রতক্ষ্যদর্শী রফিকুল(৪০), সওকাত(৫৬),আজিজুল(৩৫) নামে একাধিক ব্যক্তির কাছে ভাঙ্গনের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা বলেন, আমরা এ ভাঙ্গনের মুখে পরিবার পরিজন নিয়ে কঠিন ভীতির মধ্যে বসবাস করছি, যেকোন সময় প্লাবিত হয়ে আমাদের বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তারা আরো বলেন, ভেড়িবাঁধের এখন খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে, বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়েছে।

২০০৯ সালের মত আবার ও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এ এলাকায় চিংড়ী চাষীরাও কঠিন ভীতির মধ্যে রয়েছে বলে তারা জানায়।

প্রজন্মনিউজ২৪/রেজাউল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ