অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা


অনির্দিষ্টকালের জন্য বিসিবির সঙ্গে সব ধরণের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন টাইগার ক্রিকেটাররা।সোমবার বিকেলে আচমকা একটি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্ত জানান তারা।

দেশীয় ক্রিকেটের বর্তমান বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এরইমধ্যে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে ১১ দফা দাবী পেশ করেন সাকিব-তামিম-মুশফিকরা। দাবী পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানান তারা।

ক্রিকেটারদের দাবীগুলোর ভেতর উল্লেখযোগ্য হলো বেতন-ভাতা বাড়ানো, জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে ভার্সন নিয়ে আসা, ঘরোয়া মৌসুমের একটি সুষ্ঠু ক্যালেন্ডার তৈরি করা, পারিশ্রমিক প্রদানের ব্যাপারে নিশ্চিত থাকা, বিভিন্ন বিভাগীয় পর্যায়ের মান উন্নয়ন করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে সাকিব জানান, অতি অল্প সময়ে এমন কিছুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই মহিলা জাতীয় দলের কোন দাবী জানানো সম্ভব হয়নি। তাদের কোন দাবী দাওয়া থাকলে সেসবও জানাতে বলা হয়। এছাড়া বয়সভিত্তিক বিভিন্ন দল এই আওতার বাইরে থাকবে বলে জানান বিশ্বসেরা এ অলরাউন্ডার।

প্রজন্মনিউজ২৪/মামুন