রংপুরে উগ্রপন্থী ৫ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ১১:১৫:৪৯

রংপুরে উগ্রপন্থী ৫ সন্ত্রাসী গ্রেফতার

 

রংপুর নগরীতে উগ্রবাদি লিফলেট বইসহ উগ্রপন্থী সন্ত্রাসী দলের জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধার কুপতলা গ্রামের আল শাহারিয়া হালিম, একই জেলার পলাশবাড়ি উপজেলার গাড়ানাটা গ্রামের শাহ ফেরদৌস তাজিম, রংপুর নগরীর পশ্চিম বাবুখাঁর মনোয়ার হোসেন বিপ্লব, পশ্চিম বাবুখাঁ গ্রামের রিজমুল আলম আবুল কালাম আজাদ

গতকাল রবিবার বিকেলে র্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান, র্যাব ১৩ উপ-অধিনায়ক (মিডিয়া অফিসারগালিব মুহম্মদ নাতিকুর রহমান

তিনি জানান, গতকাল শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উগ্রপন্থী সন্ত্রাসী দলের কয়েকজন সদস্য রংপুর নগরীর আলমনগরে অবস্থান করছেন। তাঁরা গোপন আলোচনা করছেন। তখন র্যাব সদস্যরা সেখানে  অভিযান চালায়। জনকে  ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে উগ্রপন্থী বই লিফলেট পাওয়া যায়। এছাড়াও ১টি ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন, পেইনডাইভ উদ্ধার করা হয়

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা মতিন মেহেদী ওরফে মতিনুল হক মন্ডলের অনুসারী। আগামী ১০ নভেম্বর ঈদ--মিলাদুন্নবীকে সামনে রেখে রাষ্ট্রীয় ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যাসহ-রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য ষড়যন্ত্রমূলক গোপন সভা করছিলেন। তাঁদের বিধিবদ্ধ কোনো সংগঠন নেই

তাঁরা দেশের বর্তমান নির্বাচন ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। দেশের সংবিধান জাতীয় সংসদকে স্বীকার করেন না।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর কোতয়ালী, কুড়িগ্রাম সদর টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে

প্রজন্মনিউজ২৪/নাবিল/খন্দকার রাকিবুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ