ইরান শত্রু-মিত্রের পার্থক্য জানে: রুহানি


শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের মোকাবিলায় ইরানি জনগণ অনেক বড় আত্মত্যাগ করে বিজয়ী হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরানি জনগণ প্রমাণ করেছে, তারা প্রজ্ঞাবান এবং শত্রু-মিত্রের পার্থক্য করতে জানে।

তিনি মঙ্গলবার তেহরানে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। রুহানি বলেন, ইসলামি শাসনব্যবস্থা, দেশ, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষা করা হচ্ছে গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে নজিরবিহীন শত্রুতা ও ষড়যন্ত্র সত্ত্বেও বিগত মাসগুলোতে ইরানের অর্থনৈতিক সূচকগুলোর উন্নতি হয়েছে এবং এক্ষেত্রে গোয়েন্দা মন্ত্রণালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ব্যবসা-বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যখন শত্রুরা ইরানের বিরুদ্ধে কঠিন অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তখন ব্যবসা-বাণিজ্যের এই নিরাপদ পরিবেশ ধরে রাখতে গোয়েন্দা মন্ত্রণালয়কে আগের মতো সক্রিয় থাকতে হবে।

প্রজন্মনিউজ২৪/তারেক আজিজ