আইআইইউসিতে নতুন ছয় বাস যুক্ত


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে পরিবহণ সেক্টরে যু্ক্ত হলো ৬ ‍টি বিআরটিসি বাস।শনিবার (০৫ অক্টোবর) সকালে চট্রগ্রাম শহর থেকে  ডাবল ডেকার বিআরটিসি বাস শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কুমিরাতে আসে।

নতুন এই বাসগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চলাচল করবে। এ নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের (নিজস্ব ৩৯ টি বিআরটিসি ৬ ও ভাড়ায় চলিত ৩৬) শিক্ষার্থীদের পরিবহণ সংখ্যা দাড়িয়েছে মোট ৮১ টি। এতে করে শিক্ষার্থীদের যাতায়াতের কোন দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট ডিভিশনের ডিরেক্টর মো. মুহিউদ্দিন হোসাইন।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি সমৃদ্ধ। এখন শিক্ষার্থীদের দায়িত্ব বাসগুলির সর্বোত্তম ব্যাবহার।

এদিকে নতুন বাস পেয়ে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র মোস্তাফিজুর রহমান বলেন আমরা আশা করছি নতুন এ বাসগুলি যুক্ত হওয়ায় আমাদের পরিবহন সংকট লাঘবসহ যাতায়াতের ক্ষেত্রে স্বস্তিদায়ক হবে।

প্রজন্মনিউজ২৪/নাবিল