ফাইনালে উঠার জন্য বন্দরনগরীতে জিম্বাবুয়ের মুখামুখী টাইগাররা


দুঃসময় যেন অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে বাংলাদেশ দলকে। তিন সংস্করণ মিলিয়ে শেষ আট ম্যাচের সাতটিতেই হার। নিকট অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়নি বাংলাদেশকে। ব্যাটিংয়ে টালমাটাল অবস্থা। স্বাভাবিক খেলাটাই যেন ভুলে গেছেন টাইগাররা। ছন্দ হারিয়ে হতবিহ্বল অবস্থা বাংলাদেশ দলের।

দুঃসময়ের ঘেরাটোপ থেকে মুক্তি পেতে চাই ঝলমলে একটি জয়। সেই জয়ের খোঁজেই ত্রিদেশীয় টি ২০ সিরিজের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ। মিরপুরে আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পরও ফাইনালে ওঠার পথ সহজই আছে। নিজেদের শুরুর দুই ম্যাচেই হেরে যাওয়া জিম্বাবুয়েকে আজ হারাতে পারলে আফগানিস্তানের সঙ্গে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশেরও।

ভেন্যু বদলেছে। বাংলাদেশের ব্যাটিংও বদলে যাবে- এমনই প্রত্যাশা সবার। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ব্যাটসম্যানরা দিয়েছেন তারই মহড়া। আসল লড়াইয়ে একই চেহারায় লিটন-মুশফিক-সাকিবদের দেখা গেলে কাটতে পারে দুরবস্থা! সেদিকেই তাকিয়ে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মোসাদ্দেক জানিয়ে গেলেন একটা জয় এ মুহূর্তে কতটা আরাধ্য, ‘আমাদের একটা মোমেন্টাম জরুরি, একটা ম্যাচ জেতা খুব দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং দ্বিতীয়টা হেরেছি। পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই নামব। শতভাগ আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। যখন মাঠে নামি, অবশ্যই জেতার জন্য খেলি। পরের ম্যাচটা জেতার জন্যই খেলব।’

ত্রিদেশীয় টি ২০ সিরিজের প্রথম দুই ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যানরা ডাহা ফেল করেছেন। দায়িত্ব চাপিয়েছেন তরুণদের কাঁধে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে আফিফ হোসেন, মোসাদ্দেকের ব্যাট অসম্ভবকে সম্ভব করলেও আফগানদের সঙ্গে দ্বিতীয় ম্যাচে শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ হেরেছে ২৫ রানে।

হারের ব্যবধান যেহেতু খুব বেশি নয়, মোসাদ্দেক তাই মনে করছেন কিছু ভুল শুধরে নিলেই কক্ষপথে ফিরবে দল, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা হেরেছি ২৫ রানে। ওদের যে মানের স্পিনার আছে, আমরা যদি আরেকটু হিসাব করে খেলি বা যে ভুলগুলো করছি তা আরেকটু কমিয়ে আনি, আমার মনে হয়, সব জায়গায়ই আমরা ঠিক আছি। টি ২০-তে ১৬০ রান হবে- এটাই স্বাভাবিক। সেখানে হয়তো আমরা ১৪৫ বা ১৫০ করছি। যে জায়গায় আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি সেখানে যদি ভুল কমিয়ে আনতে পারি, আমাদের ম্যাচ জেতার হার বেড়ে যাবে।’

মোস্তাফিজুর রহমানের প্রয়োজন আর মাত্র একটি উইকেট। তাহলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ হবে তার। প্রথমজন সাকিব আল হাসান। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ৯০ উইকেট এখন পর্যন্ত জমা হয়েছে তার ঝুলিতে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করার দোরগোড়ায় সাব্বির রহমান। এজন্য তাকে করতে হবে আরও ৫৫ রান।

প্রজন্মনিউজ২৪/রেজাউল