জুড়ীতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন


মেহেদী হাসান মারুফ, মৌলভীবাজার প্রতিনিধি :  "পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার"এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার জুড়ী শিশু পার্কে দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা আজিজুর ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক।বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন।

এছাড়াও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসময় ‌র‌্যালিতে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাদের মাঝে বিনামূল্যে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ৫টি স্টল অংশগ্রহণ করে।

প্রজন্মনিউজ২৪/রেজাউল