দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরির প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রী


সরকার ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসক, নার্স সহ প্রয়োজনীয় জনবল বাড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু মৌসুমে চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার এনএস-আই এবং কম্ব কিড সহ মোট ৩ লাখ ৬৮ হাজার ২০০ ডেঙ্গু রোগ সনাক্তকরণ কিট আমদানি করেছি।

গত ৬ আগস্ট থেকে বিদেশ থেকে কাঁচামাল এনে দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে প্রতিদিন ৩৫ হাজার কিট সরবরাহ করা সম্ভব। ডেঙ্গু রোগ সনাক্তে কিট ঘাটতির কোনো আশঙ্কা নেই। বুধবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো: রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে সংসদকে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ, সনাক্ত এবং চিকিৎসা দেয়ার জন্য দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আওয়ামী লীগ ৬৪ জেলায় মনিটরিং টিম তৈরি করেছে। এর লক্ষ্য হলো- জনসচেতনতা তৈরি, নার্স ও অন্যান্য স্বাস্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিতে সহায়তা করা।

প্রজন্মনিউজ২৪/রেজাউল