এতো বালিশ কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর স্ক্যান্ডাল!


বইয়ের দাম সাড়ে পাঁচ হাজার টাকা। স্বাস্থ্য অধিদফতর কিনেছে সাড়ে ৮৫ হাজার টাকায়। বালিশ কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর স্ক্যান্ডাল! পুকুর খননে অভিজ্ঞতা অর্জনে সরকারি কর্মকর্তারা বিদেশ গেছেন, খরচ এক কোটি ২৮ লাখ টাকা। তুঘলকি কাণ্ড।

সরকারবিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি জোট সরকারের কিছু করতে না পারলেও, সরকারের লোকজনই সর্বনাশটা করছে, করতে পারছে। হরিলুটে উন্নয়ন ভেসে যাচ্ছে। লুটেরা শক্তি উন্মাদ হয়ে বলছে, উপুর করে দে মা লুটেপুটে খাই।

আহারে একটি দেশ জাতির পিতা নিজের জীবন দিয়ে স্বাধীন করেছিলেন! ৩০ লাখ শহীদ রক্ত দিল। আড়াই লাখ মা-বোন ইজ্জত দিল। কত বাড়িঘর পুড়ল! সবার মহান ত্যাগটা যেন একদল লুটেরাদের জন্য!

বঙ্গবন্ধু কি এদের জন্য দেশটা স্বাধীন করেছিলেন? জাতি কি এজন্য সংগ্রাম যুদ্ধ করেছিল? হে নির্লজ্জ বেহায়া লুটেরা চোরগণ!

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

প্রজন্মনিউজ২৪/শেখ ফরিদ