আদালতের এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানোর নির্দেশ

প্রকাশিত: ২৯ অগাস্ট, ২০১৯ ১২:২৭:৪৪

আদালতের এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানোর নির্দেশ

উচ্চ আদালতসহ সারাদেশের সকল বিচারিক আদালতের এজলাস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সম্পর্কিত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদেশ প্রদানের সময় হতে দুই মাসের মধ্যে হাইকোর্টের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়ন করে আইন মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদনটি করেন আইনজীবী সুজিত নন্দী দাস।

রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবীরা জানান, সংবিধানের ৪(ক) এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন- ২০০১ অনুযায়ী এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি উচ্চ আদালতসহ সারাদেশের আদালতের এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি টানাতে কেন নির্দেশ দে্ওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

প্রজন্মনিউজ/ দেলাওয়ার হোসাইন

 

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ