সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন


হাফিজুল ইসলাম, সিলেট প্রতিনিধিঃ  বুধবার (২৮আগষ্ট) সন্ধ্যার সময় সিলেট নগরীর প্রবেশমুখস্থ  সোবহানীঘাটের সুরমা সিএনজি কনভার্সন এন্ড ফিলিং স্টেশনে (হকের পাম্প) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়্ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুরমা সিএনজি কনভার্শন এন্ড ফিলিং স্টেশনের ম্যানেজার তারেক আহমদ বলেন, স্টেশনের কম্প্রেসার মেশিনে হঠাৎ করে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা না গেলেও কম্প্রেসার মেশিনে লাগা আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারনা প্রকাশ করেন তিনি।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার আজিজুল হক জুয়েল বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সুরমা সিএনজি কনভার্শন এন্ড ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার আজিজুল হক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন।

প্রজন্মনিউজ/ দেলাওয়ার হোসাইন