শোকাবহ আগস্ট: নোবিপ্রবি থিয়েটারের শোকাশ্রু


হাসিব আল আমিন, নোবিপ্রবি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নোবিপ্রবি থিয়েটার আয়োজন করে পথনাটক ও আলোচনা সভা শোকাশ্রু ।

বুধবার (২৮ আগষ্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ১৫ আগষ্টে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।  তিনি বলেন, 'আমরা আগষ্ট মাস আসলে ভয়ে থাকি। কিছু কুচক্রী মহল এই আগষ্ট নিয়ে ষড়যন্ত্র করে থাকে। এরাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি কে অস্বীকার করে'।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, সিএসটিই বিভাগের প্রভাষক সালা উদ্দিন পাঠান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার ও নোবিপ্রবি থিয়েটারের সদস্যবৃন্দ ।

প্রজন্মনিউজ/ দেলাওয়ার হোসাইন