চোখ হারানো সিদ্দীকের শ্রুতি পরীক্ষার্থী সাদিয়াকে ঢাকসাস ফুলেল শুভেচ্ছা


দেলাওয়ার হোসাইন,ক্যাম্পাস প্রতিনিধি  :  চোখ হারানো তিতুমীর কলেজ শিক্ষার্থী সিদ্দীকের শ্রুতি পরীক্ষার্থী সাদিয়াকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন  সমিতির সভাপতি মাহমুদুল হাসান । সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তির পর রাজধানীর শাহবাগে পরীক্ষার সময়সূচির দাবিতে আন্দোলনে পুলিশের টিয়ার শেলের আঘাতে দৃষ্টিশক্তি হারান সরকারি তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকিুর রহমান। সিদ্দিকুর অর্নাসে প্রথম শ্রেণী পেয়েছেন। তার এ সাফল্যে সাদিয়াকে ধন্যবাদ জানান ঢাকসাস। এসময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।

২০১৭ সালরে ২০ জুলাই ঢাকা বশ্বিবদ্যিালয়রে অধিভূক্ত  সরকারি সাত কলেজের পরীক্ষার সময়সূচির দাবিতে আন্দোলনে পুলিশের টিয়িারশের আঘাতে চোখ হারান সিদ্দিক। পরে শ্রুতি লেখকের সহায়তায় অর্নাস তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা দেন।

সিদ্দীকের শ্রুতি পরীক্ষার্থী সাদিয়া এর আগে ফেজবুকে এক আবেগময় পোস্ট দেন, সেখানে সাদিয়া লিখেন, "ভালো লাকছে ভাইটার (সিদ্দীক) শ্রুতি পরীক্ষার্থী লেখক হতে পেরে।"

সদ্য প্রকাশিত অনার্সের চূড়ান্ত রেজাল্টে ফাস্ট ক্লাস পান সরকারি তিতুমীর  এই পরিক্ষার্থী। বুধবার ওই সাত কলেজের অর্নাস (২০১৩-১৪ সেশনে) চতুর্থ বর্ষের রাষ্ট্রবজ্ঞিান বিভাগের  ফলাফল প্রকাশিত হয়। সেখানে সিদ্দিকুর রহমান  সিজিপিএ ছিল ৩.০৭।

প্রজন্মনিউজ২৪.কম