প্রকাশিত: ১১ অগাস্ট, ২০১৯ ০৩:৪৭:০৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টার পর তাকে দেখতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে যান তিনি।
সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা ড. তৌফিক নেওয়াজের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী সেখানে থাকা শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ রোববার তার ভারত যাওয়ার কথা রয়েছে।
পাবনায় চিংড়ি মাছের শরীরে আল্লাহর নাম!
বাইডেন জনসন ফোনালাপ: সম্পর্ক জোরদারের আশাবাদ
আওয়ামী লীগ সরকারের উন্নয়নে অভিভূত হয়ে বিএনপি নেতার পদত্যাগ
বাংলাদেশের নাম শুনে ৩-৪ মিনিট ধরে হাত তালি দিলেন বিদেশিরা
পরিত্যক্ত ঘরে মিললো বাঘের বাচ্ছা
যাদের কিছু ছিল না, তাদের মাথা গোঁজার ঠাঁই দিতে পেরেছি: প্রধানমন্ত্রী
আলোচনা করতে সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
মুজিববর্ষে এটিই আমাদের বড় উৎসব : প্রধানমন্ত্রী
পদ্মা সেতু ঘুরে দেখাবে ‘এমভি ডিঙ্গি’
নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সীমারেখা মেনে চলতে হবে:ওবায়দুল কাদের