প্রকাশিত: ১৪ মে, ২০১৬ ০১:১৬:৩২
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে চারটি পদে সব মিলিয়ে মোট ২ হাজার ২২৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পত্রিকায় ভিন্ন ভিন্ন চারটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এর মধ্যে ৮৩৪ জন এক্সিকিউটিভ অফিসার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদে ৪৬৪ জন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) পদে ৫৩৬ জন এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লিঋণ (এইও-আরসি) পদে ৩৯৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন এক্সিকিউটিভ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদ দুটিতে আবেদন ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। এক্সিকিউটিভ পদের প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদের প্রার্থীরা ১৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (এইও-টেলর) পদের প্রার্থীদের আবেদনপ্রক্রিয়া আগামী ৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লি (এইও-আরসি) পদের প্রার্থীদের আবেদন ১০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে। আবেদনের যোগ্যতা এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার (এইও-টেলার) প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লিঋণ (এইও-আরসি) পদের প্রার্থীরা স্নাতক বা সমমান পাস হলেই আবেদন করতে পারবেন। একাডেমিক কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সব পদের সাধারণ প্রার্থীদের বয়স ২৯-০২-২০১৬ তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের পদ্ধতি এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
মাদ্রাসা ছাত্রী অপহরণের এক মাসেও হয়নি উদ্ধার
হাতিয়াতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা: আহত ১২
শিবপুর রাস্তার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন
নোয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১
মিয়ানমারে কমছে মুদ্রার মান স্যানিটারি প্যাড কেনার টাকা নেই
সিসি ক্যামেরা দিয়ে পুরো ঢাকাকে নিরাপদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তামিম-মুশফিকের বদলি নেইঃ বিসিভি সভাপতির কাছে
গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ সমাবেশ