‘পরিবেশ রক্ষায় নজর দিতে হবে’

প্রকাশিত: ২০ জুন, ২০১৯ ১১:৫০:৩৮

‘পরিবেশ রক্ষায় নজর দিতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সভ্যতার বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষার দিকেও আমাদের নজর দিতে হবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে পাহাড়ি বনাঞ্চল আজ ধ্বংসের পথে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মোট ভূমির ৩০ ভাগ বনায়ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। সুন্দর রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রত্যেককে তার কর্মস্থল ও বাড়িতে গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তার যত্নও নিতে হবে।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ